দক্ষিণ আফ্রিকার সিয়েরা লিওনের সরকারি ভাষা বাংলা,লন্ডনের দ্বিতীয় ভাষা বাংলা
নয়া ঠাহর,গুয়াহাটি: দক্ষিণ আফ্রিকার দেশ সিয়েরা লিওনের সরকারি ভাষা বাংলা । গোটা বিশ্বে প্রায় 30 কোটি মানুষ বাংলা ভাষাতে কথা বলে।তার মধ্যে 90 শতাংশের বেশি বাঙালি মুসলিম।ব্রিটেনের রাজধানী লণ্ডনে দ্বিতীয় ভাষা হিসাবে বাংলা ভাষা কে অনুমোদন দেওয়া হয়েছে।সিটি লিট নামে এক এন জি ও জানিয়েছে লন্ডনের 71 হাজার 609 জন মানুষ বাংলা ভাষাতে কথা বলেন।তার পরে পোলিশ ,তুর্কি ভাষাতে কথা বলেন।
কোন মন্তব্য নেই