Header Ads

লেখিকা রীতা চৌধুরী কে " রণাঙ্গন" সম্মান


## আসামটিকে শংকরদেবের দেশ বলে মানুষের মধ্যে এগিয়ে দিতে হবে##
সুনীল রায় নগাঁও ৩ডিসেম্বর :- ' সন্মান এবং আপনাদের অংশ গ্ৰহন আমার জন্য বড় এক সৌভাগ্য।এটিকে আমি আন্তরিকতারে চিহ্ন হিসাবে গণ্য করি।সন্মান যদি ভালবাসার মধ্য দিয়ে দেওয়া হয় সেই সন্মান হৃদয়ে স্থান পায়।" এই মন্তব্য অবিরত যাত্রার লেখিকা সাহিত্য‌ একাডেমী বঁটা প্রাপক সু -সাহিত্যিক ড০ রীতা চৌধুরীর ।আজ নগাঁওতে রণাংগন প্রকাশনে প্রদান করা " রণাংগন বঁটা ২০২১ গ্ৰহন করে ড০ রীতা চৌধুরীয়ে এই মন্তব্য করে বলেন যে" আমাদের সমাজ টির জন্য‌এখোন প্রর্য্যন্ত  সম্পৃর্ণ আন্তরিকতারে এবং নিষ্টারে কাজ করে যাচ্ছি।কলমটি হাতে ছিল বলে আজ আমি মানুষের মধ্যে আসতে পেরেছি।" মহাপুরুষ শ্রীমন্ত শংকর দেব বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে ড০ চৌধুরীয়ে বলেন যে" সমাজের জন্য আমি যেগুলো কথাবলতে চাচ্ছি, সেই গুলি আমার লেখার মধ্যে প্রকাশ হয়ে পরেছে।"প্রসঙ্গক্রমে রীতা চৌধুরীয়ে বলেন যে" যে কোন পরিস্থিতিতে জীবনের স্পহা হারিয়ে ফেলাটি উচিত না।"প্রকৃতির কথা উল্লেখ করে তিনি বলেন যে " সাম্প্রতিক সময়ের জটিল পরিস্থিতিতে প্রাকৃতিক উপেক্ষা করে , প্রাকৃতিক কষ্ট দিয়ে আমি প্রত্যাহ্বানের সম্মুখীন হতে হয়েছে। তিনি সাথে আরও বলেন যে জাতীয় চেতনার সাথে সাথে মানবতা- মনুষ্যতে উত্তরণ তথা পরিবর্তন হতে হবে। তাহলে আমি একটি সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো।এই কথা গুলো মানব সমাজে আমার লেখার মধ্য বলতে চেষ্টা করে আসছি। রাজনৈতিক প্রসংগ উল্লেখ করে ড০চৌধুরীয়ে বলেন যে" রাজনৈতিক সমস্যায় কখনো আমাকে ঘিরে ধরে।এই কথা গুলো আমার জন্য‌ কষ্টকর।বারে বারে এইক্ষেত্রে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে আসছি। আমার বলতে লাগা কথা গুলি কলমরে বলে আসছি। আসামের ঐতিহ্য - পরম্পরা কথা উল্লেখ করে তিনি বলেন যে" আমার ঐতিহ্য পরম্পরা এই সকল কথায় নাকথায় জড়িত হয়ে আছে। আমাদের সমাজ জীবন ঐতিহ্য,পরম্পরা অস্তিত্বের হতে কখনো পৃথক করতে পারবেনা। মহাপুরুষ শ্রীমন্ত শংকর দেব এবং মাধবদে  বের কথা উল্লেখ করে ড০ চৌধুরীয়ে বলেন যে"শংকর মাধবের মিলন মণিকাঞ্চনযুগ।গুরু - শিষ্যের সম্বন্ধ ই আজ ও আমার সমাজ টিকে উজ্জবীত করে রেখেছে।আসামটি শংকরদেবের এবং মাধবদেবের দেশ বলে মানুষের মধ্যে এগিয়ে দিতে হবে।আসাম আন্দোলনের কথা উল্লেখ করে বলেন যে, " আসাম আন্দোলনের কথা উল্লেখ করে বলেন যে" আসাম আন্দোলনের সময়ে আমরা মানুষের ভালবাসা লাভ করেছিলাম।আমি মানুষের সেই ভালোবাসা মনে ফিরে যেতে লাগবে।আমরা স্বাধীন রাস্তা দিয়ে এগিয়ে যেতে লাগবে। স্বাধীন রাস্তাতে এগিয়ে যেতে একটি রাস্তা আছে - সেইটি হলো কলম।কবি মদার জ্যোতিবরায় সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিধায়ক রূপক শর্মা , শ্রীমন্ত দেব সংঘের প্রধান সম্পাদক বাবুল বরা,লিখক শংকর দাস, নগাঁও জেলা সাহিত্য সভার সভাপতি পরাণ কুমার বরুয়া, রণাংগ প্রকাশনের হয়ে সঞ্জীব বরা, শিব প্রসাদ বরা অংশ গ্ৰহন করে। অনুষ্ঠানে নাছবিন ছালমা হুসেইনের শিক্ষার নীতি নামের গ্ৰন্থটি উন্মোচন করে মহাপুরুষ শ্রীমন্ত শংকর দেববিশ্ব বিদ্যালয়ের পঞ্জীয়ক ড০ মৃনাল কুমার বরায় ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.