Header Ads

শিলচরে শনিবার প্রতিবাদী সভা


 শিলচর :ভাষা আইন লঙ্ঘন করার প্রতিবাদ করায় প্রতিবাদী ব্যক্তিকে দেশদ্রোহী তকমা লাগিয়ে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করেছে আসাম পুলিশ।
এই অন্যায় ঘটনার প্রতিবাদে, আন্দোলনকারী বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায়ের বিনাশর্তে মুক্তির দাবিতে গত 30শে নভেম্বর শিলচরে অনুষ্ঠিত হওয়া নাগরিক সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আগামী কাল (04/12/2021, শনিবার), কাছাড়ের জেলা উপায়ুক্তের মাধ্যমে, আসামের রাজ্যপালের কাছে স্মারক লিপি প্রদান করা হবে, যার প্রতিলিপি প্রদান করাহবে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও ।
সভার  সিদ্ধান্ত অনুযায়ী, আমরা,শহরের বিশিষ্ট ব্যক্তি তথা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ও সর্বস্তরের সংগঠনগুলির প্রতি, ভাষা আইন লঙ্ঘন প্রতিরোধ আন্দোলনে সক্রিয় ভাবে যোগদানের আবেদন জানাচ্ছি।
*আপনি /আপনারা আগামীকাল (04/12/2021) শনিবার সকাল 11টায় মধ্যশহর মাঠে আসুন* ও ব্যক্তি / সংগঠনের নামে স্মারকপত্রে সাক্ষর করুন।
সবাই একসাথে ঐ স্মারকপত্র আমরা তুলে দেবো জেলা-উপায়ুক্তের হাতে।
আসুন সমস্বরে উচ্চারণ করি,

*রক্তের বিনিময়ে অর্জিত ভাষা আইন লঙ্ঘন রোধ করবোই করবো।*
*ব্রিটিশের গোলামীর লিগ্যাসী বহনকরা দেশদ্রোহী আইন প্রয়োগ করে প্রতিবাদের কণ্ঠ রোধ করার ঘৃণ্য ষড়যন্ত্র বন্ধ করা  হবে।আবেদন কারিদের পক্ষ থেকে 

বিশ্বজিৎ দাস, কোরাস -শিলচর।
অরিন্দম দেব, ফোরাম ফর সোশ্যাল হারমোনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.