যুব কংগ্রেস দলের সভাপতি দায়িত্ব নিলেন অঙ্কিতা দত্ত
নয়া ঠাহর,গুয়াহাটি: যুব কংগ্রেস দলের সর্ব ভারতীয় সভাপতি শ্রীনিবাস বি ভি, সম্পাদক অজয় শিকারা প্রমুখদের উপ স্থিতিতে প্রাক্তন মন্ত্রী অঞ্জন দত্ত র কন্যা অঙ্কিতা দত্ত যুব কংগ্রেস দলের সভাপতি র দায়িত্ব গ্রহণ করেন। যুব কংগ্রেস দলের কার্যবাহি সভাপতি রাতুল পাটোয়ারী,এবং উপ সভাপতি হিসাবে পরিতোষ রায় দায়িত্ব নেন।বিদায়ী সভাপতি কামরুল ইসলাম চৌধুরী র কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে অঙ্কিতা বলেন তার বাবা রাজ্যের একজন সফল জননেতা ছিলেন।তার আর্দশ মেনে কংগ্রেস দলকে শক্তি শালী করার সব প্রয়াস চালাবেন।
কোন মন্তব্য নেই