Header Ads

আমিনুল কে হুমকি দেওয়ার জন্যে , সত্য রঞ্জন বরাকে আটক করা হল

বাঘের মত এসে আধা রাস্তাতে নগাঁও পুলিশের হাতে আটক হলো সত্যরঞ্জন বরা#
বিধায়ক আমিনুল ইসলামের বাড়ীতে যাওয়ার স্বপ্ন  সম্পূর্ণ হলোনা সত্যরঞ্জনের#
সুনীল রায় নগাঁও ৮ডিসেম্বর :- কয়েকদিন পূর্বে কামাখ্যা মন্দিরের মাটি মোগল বাদশ্বাহ ঔরংগজেবে দেওয়া বলে এক বিতর্কিত মন্তব্য করেছিল ধিঙের বিধায়ক আমিনুল ইসলামে।তার পর হিন্দুত্ববাদী নেতা সত্যরঞ্জন বরায় বিধায়ক আমিনুল ইসলামের বিরুদ্ধে এজাহার দাখিল করে দুই দিন হয়ে যাওয়ার পর ও আমিনুল কে পুলিশে গ্ৰেপ্তর করে নাই। সেইজন্য আমিনুলের বাড়ীতে উপস্থিত হ ওয়ার কথা ছিল আজ সত্যরঞ্জন বরার ।যার ফল স্বরূপে আজ সকাল হতে ধিং‌ বিধানসভা কেন্দ্রের শ শ জনগনে জোতা, সেন্ডেলের বড় বড় মালা নিয়ে অপেক্ষা করে আসছিল সত্যরঞ্জনকে এইভাবে আদরণি জানানোর জন্য। পূর্বে দেওয়া কথামতে এক সময়ে ‌এই বিতর্কিত সত্যরঞ্জনে এসে বটদ্রবা থানে উপস্থিত হয়ে সেবা জানিয়ে সংবাদ মাধ্যমের আগে পুনর করলো মুসলমান বিরোধী এবং কোরাণ বিরোধী বিতর্কিত মন্তব্য।তখনেও সত্যরঞ্জনে পুলিশে বাধা আরোপ করলেও যে কোনো প্রকারে আমিনুলের বাড়ীতে যাবে বলে উল্লেখ করে বিধায়ক আমিনুল কে লক্ষ্য করে বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক সমালোচনা করে। শুধু এইটিই না, বিতর্কিত সত্যরঞ্জনে বলেন যে আজ কৃষ্ণের মত‌ এসেছি ভালভাবে বিদায় ‌নাদিলে করুক্ষেত্রের রণ করতে প্রস্তুত। কিন্তু আমিনুলের বাড়ীতে যাওয়া হলোনা সত্যরঞ্জনের, বাঘের মত তর্জন‌গর্জন‌ করে এসে ফেচাটির মত ঘুরে যেতে বাধ্য হলো সত্যরঞ্জন।রাস্তা হতে নগাঁও পুলিশ প্রশাসনে আটক করে পরে ছেরে দেয় বিতর্কিত সত্যরঞ্জন বরাকে।আন্যদিকে জোতা,সেন্ডেলের মালা নিয়ে অপেক্ষাতে খারা হয়ে থাকতে থাকতে পরিশ্রান্ত  হয়ে পরা এই লোক সকলে  বিধায়কের বাড়ীতে একসাথে মিষ্টি খেলো যদিও সত্যরঞ্জনকে আদরনি জানাতে না পেয়ে দু:খ সকলের থেকে গেল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.