হেলিকপ্টার দুর্ঘটনা আর্মি প্রধান বিপিন রাওয়াতের মৃত্যু সঙ্গে পত্নী সহ, 13জন সেনা অফিসার নিহত
নয়া ঠাহর,গুয়াহাটি: তিন বাহিনীর আর্মি চিফ জেনারেল বিপিন রাওয়াত এর হেলিকপ্টার আজ তামিল নাড়ুর কুন্নর নীল গিরি চা বাগানের কাছে জঙ্গলে ভেঙে পড়ে।পত্নী মধলিকা রাউত সহ তিনি হাসপাতালে মারা যান, 13 জন মারা গেছেন। অত্যাধুনিক এম আই 17 নম্বর এই হেলিকপ্টারে 14 জন যাত্রী ছিলেন।সবাই সেনা অফিসার ,বিপিন রাওয়াত এক কলেজে অনুষ্ঠানে ভাষণ দিতে যাচ্ছিলেন। আর্মি প্রধান বিপিন রাওয়াত কে ঘটনাস্থল থেকে 8 কিলোমিটার দূরে ওয়েলিং টন বেস হাসপাতালে আর্মি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।প্রতি রক্ষা মন্ত্রী রাজ নাথ সিং সেখানে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করেন রাজ নাথ সিং। 2015 সালে নাগাল্যান্ডে বিপিন রাওয়াত একবার হেলি কপ্টার দুর্ঘটনায় পড়ে ছিলেন। সেনা বাহিনী এই ঘটনার নির্দেশ দিয়েছে। তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী এম স্টালিন এক ডাক্তার টিম পাঠিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সংসদে বিস্তারিত জানাবেন। হেলিকপ্টার টি তে আগুন লেগে যায় ।রাজনাথ আর্মি প্রধানের বাড়িতে যান মৃতদের শনাক্ত করতেএ এন এ টেস্ট করা হবে। চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওতের হেলিকপ্টার দূর্ঘটনা উদ্ভূত পরিস্থিতি পর্য্যলোচনা করতে দিল্লিতে প্রধানমন্ত্রী জরুরি বৈঠক ডেকেছেন। এই ঘটনায় ক্যাপ্টেন বরুন সিং এখনও বেঁচে আছেন বলে সূত্রের দাবি।
কোন মন্তব্য নেই