উন্নত গ্রাহক পরিষেবার সুইস গিয়ারকে আরো উন্নত করল প্যানাসনিক ।
গুয়াহাটি।গ্রাহকদের সহজ ও উন্নতমানের পরিষেবা দিতে সুইস গিয়ারকে আরও উন্নত করল প্যানাসনিক। প্যানাসনিক লাইফ সলিউশন ইন্ডিয়া ,দেশের ইলেকট্রিক্যাল কনস্ট্রাকশন মেটিরিয়ালস(ইসিএম) বৃহত্তম প্রস্তুতকারকের মধ্যে একটি ।সম্প্রতি তাদের সুইস গিয়ারটিকে আরো উন্নত করা হয়েছে।যা ভারতীয় গ্রাহকদের সুরক্ষা প্রদান করবে।এটিতে রয়েছে সাত বছরের ওয়ারেন্টি।এছাড়া এই রেঞ্জে আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে।
এই সম্পুর্ন নতুন ইউএনও প্লাস সুইচ গিয়ার সিরিজটি নিরাপত্তা ও সুরক্ষা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে।এটি লঞ্চের আগে প্রি বুক করা হয়েছে।বর্তমানে এটি মধ্যও দক্ষিণ ভারতের মধ্য ও দক্ষিণ অংশে লঞ্চ করা হয়েছে।এবং খুব শীঘ্রই পূর্ব, পশ্চিম,ও উত্তর ভারতে লঞ্চ করা হবে।
কোন মন্তব্য নেই