Header Ads

দীপাবলির আলোর মাঝে আঁধার নেমে এল, নওগাঁ শহরের অগ্নিকাণ্ড ,বহু লাখ টাকার সম্পত্তি বিনষ্ট


সুনীল রায় নগাঁও ৭নভেম্বর :- দীপাবলির আনন্দের মধ্যে গতকাল রাতে নগাঁয়ের উত্তর হয়বরগাঁত্তের এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়।মধ্য রাত্রে হঠাৎ সংঘটিত হ ওয়া অগ্নিকাণ্ডের ফলেকয়েকলক্ষাধিক টাকার সামগ্ৰী আগুনে পুড়ে ভস্মীভূত হয়।উত্তর হয়বরগাঁত্তের হোটেল ব্লু বার্ডের কাছে বৃহৎ বৃবসায়ী এলেকাতে থাকা কাপোরের দোকানে সংঘটিত অগ্নিকাণ্ডে কাপোর সহ কযেকলক্ষাধিক টাকার সামগ্ৰী সম্পূর্ণ রূপে ভস্মীভূত হয়।এমনকি দোকানটির স্বত্বাধিকারী সবিতা শ ইকীয়ার মেয়ের বিয়ার জন্য ক্রয় করা সমস্ত নতুন কাপোর অগ্নিকান্ডে ভস্মীভূত হয়। অগ্নিকান্ড সংঘটিত হ ওয়ার কিছু সময় পরে অগ্নিনির্বাপক বাহিনীর বাহন এসে উপস্থিত হয় যদিও এর পূর্বে স্থানীয় লোকের তৎপরতাতে আগুন নিয়ন্ত্রণে আসে। অবশ্যে পরবর্তী সময়ে অগ্নিনির্বাপক বাহিনীর লোকে আগুন সম্পূর্ণ রূপে নির্বাপন করতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের কারণ এই প্রর্যন্ত জানতে পারা যায় নাই। যদিও বৈদ্যুতিক বিজুতি না ফটকা আতসবাজির জন্য‌ অগ্নিকাণ্ড সংঘটিত হ ওয়ার সন্দেহ প্রকাশ করেছে স্থানীয় লোকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.