Header Ads

অস্বাভাবিক বৃষ্টিপাত চেন্নাই এ সব ডুবে গেছে

নয়া ঠাহর, ডিজিটাল ডেস্ক। অস্বাভাবিক প্রাকৃতিক  পরিবেশ,বৃষ্টির   কোনো   মেঘ ছিল না। হটাৎ শনিবার থেকে লাগাতার বৃষ্টি  চেন্নাই এর বিভিন্ন জেলার জনজীবনকে বিধ্বস্থ করে দিয়েছে।  প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদী   মুখ্যমন্ত্রী   স্টলিন কে ফোন করে সব ধরনের  সহগোগিতার আশ্বাস দিয়েছেন।এই  ঘটনায় 4 জন নিহত  হোয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.