Header Ads

করোনা সংক্রমণে মৃত সাংবাদিকদের ক্ষতিপূরণ

 পিয়ালী ঘোষ দে, গৌহাটি, অসম  তথা উত্তর  পূর্বাঞ্চলের 20 জন সংবাদিক করোনা আক্রান্ত  হলে মারা যান।তাদের পরিবারকে আর্থিক সাহার্য্য দেবার দাবি জানিয়েছে ইন্ডিয়ান  জার্নালিস্ট ইউনিয়ন ।এই ইউনিয়নের সর্ব ভারতীয় সভাপতি কে  শ্রীনিবাস রেড্ডি এবং প্রধান সচিব  বলবিন্দর সিং এক বিবৃতিতে এই দাবি জানান। অসমের বিশিষ্ট সাংবাদিক নব কুমার  ঠাকুর এই দাবির কথা জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.