Header Ads

15 জন বিধায়ক বিজেপি দলে যোগ দেবার জন্যে লাইন দিয়েছে দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

অমল গুপ্ত , কলকাতা , পশ্চিমবঙ্গে বিজেপি   বিধায়ক রা তৃণমূল দলে যোগ দেওয়ার লাইন দিয়েছে,: অপর দিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ দাবি করেন বিরোধী দলের 15 জন  বিধায়ক  বিজেপি দলে যোগ দেবার জন্যে  লাইন দিয়েছে। বলেন  রাতের দিকে তার বাড়িতে আসছে  সবকে বিজেপি গ্রহণ করবে কিনা ,দল ভাবছে।। বলেন মাজুলির সঙ্গে আরও  দু তিনটি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন হতে পারে।  বলেন,অসমে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে,30 নভেম্বরের মধ্যে সবকে দুটি ভ্যাকসিন ডোজ দেওয়া সম্পূর্ণ করা হবে। তারপর   নাইট কারফিউ  প্রত্যাহার করে নেওয়া হবে।   লামডিং সংরক্ষিত বনাঞ্চলে সরকার উচ্ছেদ অভিযান শুরু করেছে। মুখ্যমন্ত্রী বলেন সবার সঙ্গে কথা বলে আলোচনার ভিত্তিতে  উচ্ছেদ অভিযান চলছে। 400 পরিবার  নিজে থেকে  স্থান ত্যাগ করেছে।কোনো অশান্তি হয়নি। গরু খুঁটি উচ্ছেদ  অভিযানে অশান্তি  হইনি। মুখ্যমন্ত্রী আজ  চারটি অত্যাধুনিক জাহাজ চালু করেন।।পরিবহন মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারী র উপস্থিতিতে দুটি মাজুলি ,দুটি  উত্তর গৌহাটি র জন্যে জাহাজ সূচনা করেন। 100 জন যাত্রী,50 টি করে  বাইক  পরিবহন করা যাবে। তিনি বলেন  টেট পরীক্ষা  তে বাইরের  ক্যান্ডিডেট বসতে চাইছে টা আটকানো হবে। এবার থেকে দুর্ঘটনা র ক্ষেত্রে পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে   হইরানি বন্ধ করা হবে। এবার পুলিশ পরিবারে গিয়ে রিপোর্ট দিয়ে আসবে ।  মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিগত 70 বছরের এক জটিল সমস্যা সমাধানে অনেক টা  এগিয়েছেন।আলফার  কমান্ডার ইন চিফ পরেশ বরুয়া র সঙ্গে কেন্দ্র সরকারের   যোগ সূত্র তৈরি  করে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর প্রস্তাবে  পরেশ   সাড়া দিয়েছেন  বলে  বিভিন্ন সূত্র দাবি করেছে। কেন্দ্রের সঙ্গে  শান্তি আলোচনা  সফল হলে  মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  সারা  দেশে  এক উজ্জ্বল স্থান করে নেবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.