Header Ads

ভাই অশোক সৈকিয়া নির্দোষ দাবি দাদা দেবব্রত সৈকিয়ার

নয়া ঠাহর গৌহাটি। রাজ্যের প্রাক্তন   মুখ্যমন্ত্রী হিতেস্বর সাইকিয়ার পুত্র অশোক কে বিনা  দোষে সি বি আই বাড়ি থেকে গ্রেফতার করে  সে নির্দোষ ।বিরোধী দলপতি দেবব্রত  সায়কিয়া এই দাবি করে বলেন বাড়িতে প্রবেশ করার মত কোনো অপরাধ অশোক করেনি। এস কার্ড ব্যাংক থেকে 9  লাখ টাকা ঋণ নিয়ে সবটাই ঘুরিয়ে দিয়েছিল।ব্যাংক     কর্তপক্ষ টাকা   পরিশোধ  করার কথা লিখিত ভাবে  অশোক কে জানিয়েছিল।তারপর কেন সিবিআই তাকে গ্রেফতার করতে গেলো।তিনি আজ সংবাদিক সন্মেলনে  বিভিন্ন   সামগ্রী র আকাশ  ছোয়া মূল্যবৃদ্ধিতে গরীব মানুষের দুর্দশা  র কথা বলেন।বলেন সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।বিনা পুনর্বাসনে উচ্ছেদের তীব্র বিরোধিতা করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.