Header Ads

,লন্ডনে জগন্নাথ মন্দির

নয়া ঠাহর  ,ডিজিটাল  ডেস্ক      লন্ডনে  জগন্নাথ মন্দির   নির্মাণের  প্রস্তুতি শুরু হল। 30 একর জমির ব্যবস্থা  হল,40 কোটি টাকা ব্যয় হবে। পুরির জগন্নাথ ধাম থেকে এক নিম গাছের কাঠ এনে মূর্তিটি গড়া হয়েছে। লন্ডনের শ্রী জগন্নাথ সোসাইটি র উদ্যোগে মন্দির প্রতিষ্ঠিত হবে। ওড়িশ্যার মুখ্যমন্ত্রী  নবীন  পত্তনায়ক এই সোসাইটি কে অভিনন্দন জ্ঞাপন করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.