পবিত্র নদী গঙ্গা , য মুনা, ব্রহ্মপুত্র সহ দেশের 45 টি নদী দূষিত
নয়া ঠাহর, কলকাতা আগামী 2030 সালের মধ্যে দেশের অধিকাংশ মানুষ পানীয় জলের অভাবে ভুগবে। ভু গর্ভের জল নিশ্বেস হতে চলেছে।দেশের 45 টি নদীর জল দূষিত। গঙ্গা নদীর শুদ্ধতা বজায় রাখার দাবিতে অনশন করে কয়েক জন প্রাণ আহুতি দিয়েছেন।সরকারের বা আম জনতার ঘুম ভাঙেনি। উত্তরপ্রদেশের কানপুরের চামড়ার কারখানার দূষিত নোংরা জল বছরের পর বছর বন্ধ করার সৎ সাহস সরকারের নেই। করোনা র সংক্রমিত মৃতদেহ গঙ্গা কে দূষিত অপবিত্র করেছে। গৌহাটি র ব্রহ্ম পুত্র , কলকাতার গঙ্গা দূষিত। প্রতিবাদ করার মানুষ নেই। আর যমুনার কথা যত কম বলা যায় ততই ভালো। 100 শতাংশ দূষিত।তার মধ্যেই এক ভক্ত তর্পণ করছেন।পাশ দিয়ে বিষাক্ত ফেনার পাহাড় চলছে।
কোন মন্তব্য নেই