Header Ads

বিশ্বে র বিভিন্ন সমুদ্র লাখ লাখ তিমি মাছ শিকার বন্ধ হচ্ছে না , এবার সিল মাছের মরক

নয়া ঠাহর, ডিজিটাল ডেস্ক  দক্ষিণ  আফ্রিকার কেপটাউনে  সমুদ্র উপকূলে  হাজার হাজার সিল মাছ মারা  যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়েছে।গত   সাত দিনে 200 টি সিল মাছ মারা গেছে।সারা বিশ্বে তিমি মাছ  শিকার বন্ধ করা  হচ্ছে না।ব্যাপক  হারে জল দূষণ, প্লাস্টিক  জাতীয়  আবর্জনা সাগরের  প্রাণীদের জীবন সংশয়,মৃত্যু ঘনিয়ে  আসছে। বিশ্বের ফুস ফুস পাঁচ লাখ কিলো মিটারে র আমাজন জঙ্গল  কেটে  সাফ   করা হচ্ছে।120  টি দেশের  বিশ্ব নেতারা   পরিবেশ    বাঁচানোর শপথ  নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র   মোদী ও  পরিবেশ  রক্ষার  অঙ্গীকার করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.