Header Ads

গ্লাসগোর বিশ্ব জলবায়ু সম্মেলন ছিল আশ্বাস আর অঙ্গীকার ভরা

নয়া ঠাহর,ডিজিটাল ডেস্ক  ,  বিশ্বে বিষাক্ত গ্রিন হাউস গ্যাস  নির্গমনের 80,90 শতাংশ ক্ষেত্রে চিন দায়ী,সেই চিন, রাশিয়া 120 টি যোগদানকারী বিশ্ব জল বায়ু সন্মেলনে উপস্থিত ছিল না।   কোল থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ, 2030 সালের মধ্যে  আমাজন জঙ্গল রক্ষা করে কার্বন নির্গমন বন্ধ ইত্যাদি ভাসা ভাসা প্রস্তাব গ্রহণ করা   হয় ।রাষ্ট্র সংঘ বিশ্ববাসীকে সতর্ক করে বলেছে বিশ্বের  তাপ মাত্রা  নিয়ন্ত্রণ করতে না পারলে ভয়াবহ দাম দিতে হবে।বিশ্বে এক দিকে খরা, অন্য দিকে বন্যা, ইউরোপে দাবানল,কানাডা 50 ডিগ্রি  গরমে হাঁস ফাঁস করেছে।চেন্নাই দক্ষিণ ভারতে হটাৎ অতি বৃষ্টি সব ভেসে গেল। রাষ্ট্রসঙ্ঘ র মহাসচিব আন্তে নিও গুতেরেস , সুইডিশ  পরিবেশ আন্দোলন কারি  গ্রেটা  থুন বার্গ   আগামী বিশ্বের  ভয়াবহ ছবি তুলে ধরে বলেছেন  আজই  সতর্ক হোন,গাছ পালা লাগান,পরিবেশ বাঁচান ,জল বাঁচান নতুবা   অকাল মৃত্যুর দিকে এগিয়ে যান। হাতে আর বেশি সময় নেই। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,রাষ্ট্রপুঞ্জের মহা সচিব আন্তে নিও গুতেরেস  জলবায়ু সম্মেলনে   বিশ্বকে দূষণ মুক্ত করে বাসযোগ্য করার অঙ্গীকার করেছেন । তারই ছবি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.