পাকিস্থানের মন্দিরের দ্বার উন্মোচন করেন প্রধান বিচারপতি
নয়া ঠাহর, ডিজিটাল ডেস্ক, পাকিস্তানের খাইবার পাখতুন খোয়া প্রদেশের শ্রী সন্ত পরম হংশজী মন্দির টি আগে ভাংচুর করা হয়।।পাক প্রধান মন্ত্রী গুলজার আহমেদ সংস্কার করা সেই মন্দির টি উদ্বোধন করেন । হিন্দু সম্প্রদায়ের মানুষ তাকে পাগ রী আর ডিজিটাল কোরান উপহার দেন।
কোন মন্তব্য নেই