Header Ads

দীপাবলিতে গান্ধী মুদ্রা ব্রিটেনে, আমেরিকা তে দীপাবলিতে ছুটি ঘোষণা

নয়া ঠাহর,কলকাতা ব্রিটেনে  মোহনদাস করমচাঁদ গান্ধীর  সম্মানে 5 পাউন্ডের সোনা   রূপা র মুদ্রা চালু করা হল।ব্রিটেনের কোষাগার প্রধান ঋষি শুনুক  এই মুদ্রা চালু করে বলেন একজন   হিন্দু হিসাবে মুদ্রা চালু করে গর্বিত। মুদ্রার একদিকে গান্ধী অপরদিকে ভারতের জাতীয় ফুল পদ্ম র ছবি আছে।অপরদিকে আমেরিকাতে দীপাবলিতে ছুটি  ঘোষণা  করার জন্যে সংসদে বিল আনা হইছে।দীপাবলিতে  হোয়াইট হাউস আলোতে সাজানো  হইছে।।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.