Header Ads

কেন্দ্র আবগারি শুল্ক হ্রাস করে তেলের দাম কমালেও সব রাজ্য ভ্যাট কমালো না

নয়া ঠাহর,কলকাতা  কেন্দ্র আবগারি শুল্ক হ্রাস করে পেট্রোল লিটার পিছু  5 টাকা এবং  ডিজেল 10 টাকা কামানোর পর অসম সহ বিজেপি  শাসিত রাজ্যগুলি  ভ্যাট কমিয়ে  দেই। যার ফলে তেলের দাম ডিজেলে 17 টাকা মত দাম  কমে গেছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.