Header Ads

প্রধানমন্ত্রী অন্ন যোজনা র বিনা মূল্যে চাল গম বন্ধ হবে

নয়া ঠাহর,কলকাতা  প্রধানমন্ত্রী  অন্ন যোজনা কর্মসূচি 30 নভেম্বর থেকে বন্ধ করা হবে। কেন্দ্র মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই কথা জানান।এই  কর্মসূচি  অনুযায়ী গরীব মানুষদের মাসে 5 কেজি চাল  ও গম বিনা মূল্যে দেওয়া হত। দেশে এখন 80 কোটি মানুষ কে তা  দেওয়া হচ্ছে। দেশে  করোনা উদ্ভুত অতিমারী র জন্যে দেশের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় এই কর্মসূচি চালু করা  হয়। তৃণমূল সরকার আগামী 6 মাস তা চালু রাখার দাবি জানিয়েছে। সিপি এম সহ বিরোধী দল গুলি কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.