হিমালয়ের দান অপূর্ব চেরি ফুলের উৎসব শিলং এ
অমল গুপ্ত কলকাতা , জাপানের দ্বীপ পুঞ্জে র আগ্নেয় গিরির রক্তাত্ব আভার পাশে বেগুনি রঙের হাজার চেরি ফুলের গাছ জাপানকে পৃথক মর্যাদা দিয়েছে। এই ফুল গাছ কে ঘিরে শীতের মরশুমে জাপানের চেরি ফুলের উৎসব সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে থাকে।তার সঙ্গে সঙ্গতি রেখে উত্তর পূর্বাঞ্চলের শিলং চেরা পুঞ্জি র বৃষ্টি স্নাত শহর মেঘালয়ের শিলং খাসি হিলস বেগুনি ফুলের আনন্দে মেতে ওঠে। জাপানের অনুকরণে গত দুবছর থেকে চেরি ফুলের উৎসব শুরু করেছে। পাইন, কৃষ্ণচূড়া গাছের ভিড়ে বড় বড় গাছ গুলি বেগুনি রঙের মঞ্জুরি থোপা থো পা ফুল এ ভরে উঠে তা চেরি ব্লসম বলে পরিচিত। যা প্রুণা সেরেসৌদ, হিমালয়ের অপূর্ব দান, শিলং শৈল নগরীকে বেগুনি রঙে সাজিয়ে তোলে। এই বেগুনি ফুলের সমারোহ কে সাক্ষী রেখে অন্য বারের মত এবারও আগামী 20 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত শিলং শহরে চেরি ব্ল সম উৎসব সূচনা করা হবে বলে মুখ্য মন্ত্রী কর্ণাদ সাংমা জানিয়েছেন। তিনি সবাই কে এই উৎসবে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
কোন মন্তব্য নেই