প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ কে মরনোত্তর পদ্মভূষণ দেওয়া হল
পিয়ালী ঘোষ দে,গৌহাটি অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ কে মরনোত্তর পদ্মভূষণ প্রদান করা হল।রাষ্ট্রপতি রাম নাথ কবীন্ড আজ রাষ্ট্রপতি ভবনে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেন পত্নী ডলি গগৈ এর হাতে। রাষ্ট্রপতি দেশের 119 জনকে পদ্ম পুরস্কার তুলে দেন।অসমের 8 জনকে পদ্মশ্রী প্রদান করা হয়। লখিমি বরুয়া ,মঙ্গল সিং হাজুয়ারি, বিরুবালা রাভা,ইমরান শাহ প্রমুখ এই সম্মান পেলেন।,
কোন মন্তব্য নেই