কান্দি পৌরসভা মা ক্যান্টিন শুরু করলো
অমল গুপ্ত, কান্দি জেল রোড : কান্দি পৌরসভার উদ্যোগে রবিবার থেকে গরিব মানুষের সস্তা আহারের লক্ষ্যে। মাত্র 5 টাকা কুপনে মা ক্যান্টিন। শুরু হল। এই শুভ উদ্যোগ সূচনা করে কান্দির বিধায়ক অপূর্ব সরকার জানান 300 জন বলে কথা নয়,400,500 জন এলেও কুপন দেওয়া হবে।ভালো এলাকা পাওয়া যাই নি বলে মহকুমা হাসপাতালের ভেতরে এক জাইগা তে আজ এই কিচেন শুরু করা হল। কেবল রুগী না যে কেউ এই সুযোগ নিতে পারবে। তিনি বলেন সরকার চাল ডাল দেবে। অর্থের অভাব হবে না। । আজ রবিবার কান্দি মহকুমা হাসপাতালের চত্বরে মাত্র 5 টাকা করে কুপন কেটে এই মা কিচেন বা মা ক্যান্টিন সূচনা করেন কান্দি র কান্দির বিধায়ক অপূর্ব সরকার যিনি ডেভিড বলে বেশি পরিচিত। কান্দি পৌরসভার চেয়ার পার্সন
দেবাশীষ চ্যাটার্জী এবং অন্যান্যরা। পৌর পতি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা য়ের অনু প্রেরণা তে গরীব মানুষ কে স স্তা দরে রাঁধা খাদ্য দেওয়ার লক্ষ্যে এই কিচেন শুরু করা হল। জানান সকাল 9 টা থেকে 9,30 মিনিটের মধ্যে পাঁচ টাকার কুপন কিনতে হবে।বেলা 12 টা থেকে 1টা পর্যন্ত এই খাদ্য পরিবেশন করা হবে।বলেন প্রতিদিন ডাল, ভাত , তরকারি আর ডিমের ঝোল পরিবেশন করা হবে। দক্ষিণের জন প্রিয় মুখ্য মন্ত্রী জয় ললিতা দেশে প্রথম এক টাকাতে সস্তা কিচেন শুরু করে ছিলেন।তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা শুরু করেন। এবার মুর্শিদাবাদ জেলার প্রাচীন কান্দি পৌরসভা এই ক্যান্টিন শুরু করলো।হাসপাতালে আসা দু র দূরান্ত থেকে আসা রোগীরা উপকৃত হবে।রোগীরা ছাড়াও বাইরের গরীব মানুষ এই সুযোগ পাবেন। কান্দি পৌরসভার এই উদ্যোগ কে মানুষ সাধুবাদ জানিয়েছেন।( ছবি দুটি পাঠিয়েছেন পৌরসভার কর্মী সুভাষ মণ্ডল)
কোন মন্তব্য নেই