Header Ads

নওগাঁ এ বাইক ,ট্রাক সংঘর্ষ নিহত দুই যুবক


সুনীল রায় নগাঁও ১০নভেম্বর :- গতকাল রাতে নগাঁও শহরের পার্শ্ববর্তী উরিয়াগাঁত্তের বাইপাসের কাছে উরিযাগাঁত্তের৩৭নং রাষ্ট্রীয় মূল রাস্তাতে একটি শোকাবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়।এই সড়ক দুর্ঘটনাতে দুই যুবক জায়গায় নিহত হয়।নিহত যুবক দুই জন হলো রিংকু মেনি (৩৪) এবং ভূপেন দাস (৩৪)নিহত দুই যুবকের বাড়ী নগাঁও জেলার হাতীচোং মেধিচুকে। জানতে পারা মতে, যুবক দুই জনে এ এছ ০১ এম বি ৯০৮৪নম্বরের বাইক দিয়ে বঢমপুর হতে নগাঁও দিকে এসে থাকা অবস্থায় এ এছ ০১ জি সি ৬৭৯৫নম্বরের দশচাকা ট্রাকটি ধাক্বা মারার ফলে এই দূর্ঘটনাটি সংঘটিত হয়।ফলে বাইকটিতে উঠে আসা উল্লেখিত যুবক দুই জন জায়গায় নিহত হয়।এই খবর লাভ করে নগাঁওযের যান-বাহন নিয়ন্ত্রন শাখার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত যুবক দুই জনের মৃতদেহ উদ্ধার করে মরোনোত্তর পরীক্ষার জন্য নগাঁও ভোগেশ্বরী ফুকননী অসামরিক চিকিৎসালয়ে প্রেরন করে। পুলিশে দূর্ঘটনা সংঘটিত করা ট্রাকটি জব্দ করে যদিও চালক জন পালিয়ে যেতে সক্ষম হয়।আজ দুই যুবকের মৃতদেহ মরোনোত্তর পরীক্ষার শেষে পরিবারের লোকদের সমজিয়ে দেয়। মৃতদেহ দুটি মেধিচুক গাত্তে পাওয়ার সাথে সাথে গাঁত্তটি এক শোকাকুল পরিবেশের সৃষ্টি হয়। উল্লেখ্য যে গতকাল রাতে দূর্ঘটনাটি প্রায় ১০-৩০ মিনিটে সংঘটিত হয়ে ছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.