পরপারে দিনানাথপুরের বরিষ্ঠ নাগরিক সুনীল কান্ত দে
বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ সোমবার রাত ১২.০৫ মিনিটে বার্ধক্য জনিত রোগ ভোগে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উত্তর কাটিগড়া দীননাথপুরের প্রবীণ নাগরিক তথা আসাম সরকারের হেণ্ডলুম এণ্ড টেক্সটাইল বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী সুনীল কান্ত দে। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭৯ বৎসর। মৃত্যুকালে উনি রেখে গেছেন পাঁচ পুত্র, পুত্র বধু নাতি নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধ জন। উল্লেখ্য, উনার চতুর্থ পুত্র সুজিত কুমার দে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পশ্চিম কাছাড় জেলার সমরসতা প্রমুখ তথা বিহাড়া অঞ্চলের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। প্রয়াত সুনীল কান্তি দে-র প্রয়ানে শোক ব্যক্ত করেছেন আরএসএসের পশ্চিম কাছাড় জেলার কার্যবাহ অভিজিত দাস, বিশ্বহিন্দু পরিষদের বিহাড়া প্রখণ্ডের সভাপতি সুবির কুমার দাস, গড়েরভিতরের গাঁও পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি জয়দীপ দেব, সমাজকর্মী মনোজীৎ গোস্বামী, জেলা পরিষদ সদস্য তিলকচাঁদ দাস সহ অনেকে।
কোন মন্তব্য নেই