Header Ads

বরাত জোরে প্রাণে বাঁচলেন এয়ার ইন্ডিয়া বিমানের শতাধিক যাত্রী

 


নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : বরাত জোরে প্রাণে বাঁচলেন এয়ার ইন্ডিয়া বিমানের শতাধিক যাত্রী। ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে কোনক্রমে বেঁচে যায় বিমানটি। বৃহস্পতিবার সকাল ৭-৪০ মিনিটে শিলচর বিমানবন্দর (কুম্ভীরগ্রাম ) থেকে এয়ার ইন্ডিয়ার এ আই ৭৫৪ নম্বরের বিমানটি কলকাতার উদ্দেশ্যে উড়ে যায়। কিন্তু মিনিট কয়েকের মধ্যেই বিমানটির মধ্যে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। তৎক্ষণাৎ সেই গোলযোগ উপলদ্ধি করে কলকাতা না গিয়ে বিমানটিকে শিলচরে ফিরিয়ে আনেন পাইলট। জরুরি ভিত্তিতে বিমানটিকে শিলচরে অবতরণ করা হয়। সে সময় বিমানটির একটি চাকা থেকে প্রচন্ড ধোয়া বের হতে থাকে। এর আগেই অবশ্য সেখানে সতর্ক ছিল দমকল ও অ্যাম্বুলেন্স। সূত্রের দাবি,পাইলটের বুদ্ধিমত্তা ও দমকলের প্রচেষ্টায় বড় কোন অঘটন ঘটেনি। কোন যাত্রী হতাহত হননি। বর্তমানে বিমান বন্দরের রান ওয়েতে অবস্থান করছে বিমানটি। ফলে আজকের দিনে শিলচর বিমান বন্দরে অন্যান্য বিমানও বাতিল করা হতে পারে বলে মনে করছে সূত্রটি। আর বরাত জোরে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া বিমানটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে।এই বিমানের যাত্রীরা ইতিমধ্যে শিলচর বিমান বন্দর থেকে ফিরে আসছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.