নওগাঁ এ শত ধিক স্মার্ট মোবাইল ফোন চুরি চক্র গ্রেফতার
সুনীল রায় নগাঁও ৬নভেম্বর :-নগাঁও পুলিশ সুপার আনন্দ মিশ্র বাহিনীযে অভিযান চালিয়ে এক বৃহৎ মবাইল চুরি চক্র উৎখাত করতে সক্ষম হয়।নগাঁও শহরের হয়বরগাঁও পুলিশে এক গোপন খবরের ভিত্তিতে শহরটির হযবরগাঁও হাইস্কুলের কাছে একটি ভাড়া ঘরে অভিযান চালিয়ে ১৩৪টি চুরিস্মার্ট মবাইল উদ্বার করার সাথে বহি:রাজ্য ঝারখন্ডের হতে এসে নগাঁওতে শিবির পেতে থাকা দুই মবাইল চোরের লিডার দুই জন কে গ্ৰেপ্তার করতে সক্ষম হয়।ধৃত কুখ্যাত চোর দুই জন হলো রাজকুমার ননিয়া এবংচনু কুমার ননিয়া। তাদের কে গতকাল রাতে বৃহৎ পরিমানের এই চুরি মবাইল সমূহ পেকি়ং করে ডিমাপুরে বিক্রী করার পরিকল্পনা করে থাকার সময়ে নগাঁও পুলিশে এই মবাইল সহ যুবক দুই জন কে গ্ৰেপ্তার করে।এই মবাইল ফোন সমূহ নগাঁওযের বিভিন্ন স্থানে চুরি হ ওয়া অথবা চিলনী চোরের কবলে পরা মবাইল বলে জানতে পারা যায়।তারা দীর্ঘ দিন ধরে নগাঁওতে বাহর পেতে চুরি মবাইল ক্রয় করে ডিমাপুরে কালা বাজারে বিক্রী করে আসছিল।আন্যদিকে, ধৃত যুবক দুই জনে অভিযানের সময়ে অভিযানকারী পুলিশ বিষয়া তরংগ পাটোয়ারী কে ২লাখ টাকার উৎকোচ দিতে চেষ্টা করে যদি ওই অফিসার প্রলোভনে ভুল না করে বিষয়টি পুলিশ সুপার আনন্দ মিশ্র কে অবগত করার সাথে গ্যাং টির বিরুদ্ধে কঠোর স্থিতি গ্ৰহন করে।এই ক্ষেত্রে আজ পুলিশ সুপার আনন্দ মিশ্র এক সাংবাদিক সম্মেলনে তদন্তকারী অফিসার কে প্রশংসারে পঞ্চমুখ হয়ে পরে। সম্প্রতি নগাঁও পুলিশে যুবক দুই জন কে অধিক তথ্য উদঘাটনের জন্য জিজ্ঞাসা বাদ অব্যাহত রেখেছে।
কোন মন্তব্য নেই