Header Ads

আফগানিস্থানে মানবাধিকার কর্মী সহ চার মহিলা কে ঠান্ডা মাথায় হত্যা করা হয়

নয়া ঠাহর, ডিজিটাল ডেস্ক,  ভারত আফগানিস্থানে র পরিস্থিতি নিয়ে আর্ন্তজাতিক স্তরের  এক সম্মেলন আহ্বান করেছে।দেশের নিরাপত্তা  উপদেষ্টা অজিত দোভাল পৌরহিত্য করবেন। এদিকে আফগানিস্থানে এক মানবাধিকার কর্মী সহ চার মহিলা কে হত্যা করা হয়। ফ্র জাণ  সাফি নামে অধিকার কর্মী কে গুলি করে মুখ  থেঁতলে হত্যা করা হয়।।সেখানে  সংবাদিক  এবং মহিলাদের  কোনো  নিরাপত্তা নেই। চীনে র উহান প্রদেশে   করোনা র উৎস নিয়ে যে  মানবধিকার কর্মী ,সংবাদিক বিশ্ব বাসীকে  অবগত করেছিল  সেই সংবাদিক কে হত্যা করা  হইছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.