Header Ads

খড়গপুর কুকুরের পায়ে বাজি বেঁধে হত্যার চেষ্টা

নয়া ঠাহর,কলকাতা পশ্চিমবঙ্গে কেউ  আইন  মানে না, বাজি পোড়ানোর ক্ষেত্রে   কোনো নিয়ন্ত্রণ  ছিল না। করোনা বিধি কেউ মানেনা। মেদিনীপুরে   মজা করতে রাস্তার কুকুরের পায়ে বাজি বেঁধে ফাটানো হল।একটি পা চলে  গেল। যন্ত্রনায় ছোটফট করছে । দেশ জুড়ে  সোশাল মিডিয়া তে ঝড়    উঠে ্ছে।  দুর্গা পুজোর মত কালীপূজা দীপাবলি তে ভিড় জমিয়েছে।করোনা সংক্রমণ বেড়ে গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.