মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রগতিশীল নারী সংস্থার ধর্না
সুনীল রায় নগাঁও ১১ নভেম্বর :-বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র এবং রাজ্য সরকারের মিথ্যাচার প্রতারণা এবং অত্যাবশ্যকীয় সামগ্ৰীর অত্যাধিক মৃল্ বৃদ্ধির প্রতিবাদে আজ নগাঁওজেলা সদৌঅসম প্রগতিশীল নারী সন্থায় নগাঁও কলেজ চ'কের মতিরাম বরা ক্ষেত্রে এক অবস্থান ধর্ণা কার্য্যসূচী রূপায়ন করে।
সন্থার শতাধিক নেতাকর্মীয়ে ধর্ণা কার্যসূচীতে অংশ গ্ৰহন করে তীব্র ৎ প্রতিবাদ সাব্যস্ত করে। প্রতিবাদ কারী সকলে অত্যাবশ্যকীয় সামগ্ৰীর মূল্য হ্রাস করা, বিজেপি য়ে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি পালন করা, নারীরা সুরক্ষা প্রদান করা, চাশ্রমিক সকলের দৈনিক মজুরি বৃদ্ধি করা, প্রতিজন মাইক্রো ফাইনেন্সের ঋনগ্ৰস্ত মহিলাদের ঋনমুক্ত ঘোষনা করাকে ধরে বিভিন্ন প্রতিবাদী শ্ল' গানেরেপরিবেশ উত্তাল করে তুলে। প্রতিবাদ কারী সকলে আসামের সমাস্যা সমূহ সমাধান করতে ব্যর্থ হ ওয়া বিজেপি সরকার কে কঠোর ভাষাতে সমালোচনা করে। অনুষ্ঠান টির নেতৃত্ব দেন প্রগতিশীল নারী সন্থার সভানেত্রী পরী কুমারী বরুযাই।
কোন মন্তব্য নেই