বদরপুর ছট পূজায় ভক্তদের ব্যপক ভিড়
সুব্রত দাস বদরপুর: ৮ নভেম্বর অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে শুরু শুরু হয়েছিল এই ছট উৎসব। চারদিনের উৎসবের শেষ দিনেই অস্ত যাওয়া সূর্যকে পুজো নিবেদন করেন উপবাস থাকা মহিলারা। পরের দিন অর্থাৎ ১১ নভেম্বর বৃহস্পতিবার সূর্য উঠার সময় নিবেদন করা হয়। এই পূজা পারিবারিক সুখ-সমৃদ্ধির নারী-পুরুষ নির্বিশেষে এই পূজার ব্রত পালন করা হয়। হিন্দু পুরাণ অনুসারে ছট পুজো হলো সূর্য পত্নী ছটি মাইয়া পুজো। ছট মাতাকে ঊষা বলা হয় হয়। বদরপুর ঘাট দশমীর ঘাটে ভক্তদের ব্যপক ভিড় লক্ষ্যে করা যায়। তারপর ফলমূলসহ নানা প্রকার দ্রব্যাদি জলাশয়ে নিয়ে পূজা করেন ব্রতধারী মহিলারা।
কোন মন্তব্য নেই