Header Ads

করোনা কালে হতাশ গ্রস্ত 12, 500 ছাত্র আত্মহত্যা করেছে 2020

নয়া ঠাহর,ডিজিটাল ডেস্ক, করোনা কালে  হতাশ গ্রস্ত  , বিদ্যালয়ে যেতে না পারায় 12,500 ছাত্র  আত্ম হত্যা করেছে।    রাষ্ট্রীয় সংবাদ সূত্রে এই তথ্য সামনে এসেছে।প্রতিদিন 34,35 জন করে স্বেচ্ছা মৃত্যুকে  বেছে নিয়েছে।  শিক্ষা ব্যাবস্থা আজও স্বাভাবিক হই নি।অসমে 8 নভেম্বর বিদ্যালয় খুলেছে পশ্চিমবঙ্গে 16 নভেম্বর খুলবে। সব পরীক্ষা বন্ধ হওয়ার উপক্রম। স্মার্ট ফোনের অভাবে 30 শতাংশ  গরীব ছাত্র ছাত্রী অনলাইন শিক্ষা নিতে পারেনি। অধিকাংশ  অঞ্চলে ইন্টার নেট নেই। ঘর বন্ধ থেকে মানসিক রুগিতে পরিণত     ,  করণর প্রকোপ কমেনি।দেশের 108 কোটি মানুষ কে ভ্যাকসিন দেওয়া   হয়  অপর্যন্ত। চীনে নতুন করে করোন ছড়িয়েছে।হোটেল, মল,বিদ্যালয় সব বন্ধ,এই চীনের উহান প্রদেশ থেকে সারা বিশ্বে এই  রোগ ছড়িয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.