দেশের রাজধানী নগরী নয়া দিল্লি সব থেকে বেশি ধুলো , ধুমো ,দূষিত গ্যাসের শিকার
নয়া ঠাহর,নয়া দিল্লি পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষ যেমন দুর্গা পুজোতে জমিয়ে ভিড় করলো নির্দেশ কে বুড়ো আঙুল দেখিয়ে বাজি পুরালো, দিল্লির সু নাগরিক রাও দীপাবলি তে খুশি মত বাজি পুড়ালো।তার ভয়ানক পরিণতি হিসাবে রাজধানীর দূষণের মাত্রা বেড়ে গেছে। পলিউশন কন্ট্রোল বোর্ড জানিয়েছে গত 5 বছরের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। আজ এয়ার কোয়ালিটি ইনডেক্স বা বায়ু মান সূচক 617,বাতাসে বিষ ,নিশ্বাস নিতে কষ্ট হয়। কলকাতার মত দিল্লিতে ও করোনা বিধি না মানার জন্যে করোনা সংক্রমণ বেড়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সন্থা জানিয়েছে আগামী ফেব্রয়ারিতে ভারতে 5 লাখ মানুষ নতুন করে সংক্রমিত হবে।
কোন মন্তব্য নেই