Header Ads

পেট্রোল, ডিজেলের পর ভোজ্য তেলের দাম কমালো কেন্দ্র,

নয়া ঠাহর, প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদী কেদারনাথ  পরিদর্শন করেন। 180 কোটি টাকার  প্রকল্প র ভিত্তি প্রস্তর    স্থাপন করেন। তিনি দেশের ডাক্তার  স্বাস্থ্য কর্মীদের অভিনন্দন জ্ঞাপন করে বলেন দেশে এ পর্যন্ত 107 কোটি মানুষ প্রথম ডোজ  ভ্যাকসিন নিয়েছে।   দেশে অপরিশোধিত পাম তেল,সয়াবিন তেল ও সূর্য্য মুখী তেলের দাম কমিয়ে দিল।প্রতি লিটার 10 শতাংশের বেশি দাম কমবে।এদিকে তেলের  আবগারি শুল্ক কমিয়ে দেওয়ার পর 22 টি রাজ্য ভ্যাট  কমিয়ে দিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.