গোয়া ফ্লিম ফেস্টিভ্যাল এ 5টি বাংলা ছবি দেখানো হবে
নয়া ঠাহর,কলকাতা আগামী 20 নভেম্বর কেন্দ্র তথ্য ও সম্প্রচার মন্ত্রক ও গোয়া সরকারের উদ্যোগে গোয়াতে ফ্লিম উৎসব অনুষ্ঠিত হবে। ডিকশনারি,অভিযান,কাল কক্ষ , নিত্যান্ত সহজ সরল এবং মানিকবাবুর মেঘ ছবি টি দেখানো হবে।
কোন মন্তব্য নেই