Header Ads

ভাই বোনের সুসম্পর্কের স্বর্গীয় অনুভূতির দিন ভাই ফোঁটা

 পিয়ালী ঘোষ দে ,গৌহাটি ,  এই     অবক্ষয়  মূল্যবোধ হীন সমাজে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কগুলো ভেঙে খান খান হয়ে    হচ্ছে।  প্রতি  পরিবারে  অশান্তি ,অর্থ আর জমি  সম্পত্তি নিয়ে     ভাই বোন ,মা বাবার সন্তানদের মধ্যে বিরোধ,এই জটিল  এই পরিপেক্ষিতে ভাই বোনের সম্পর্ক কে    রিনিউ করতে   ভাই ফোঁটার মত  এত সুন্দর  তিথির তুলনা নেই। বোনেরা  ভাইয়ের  কপালে  চন্দনের ফোঁটা দিয়ে   বলে ভাইয়ের কপালে দিলাম  ফোঁটা     জমের দুয়ারে পড়লো কাঁটা।   ভাই রা বোনদের  নানা উপহার দেন।   নেপালি সম্প্রদায়ের মধ্যেও এই   উৎসব আছে  নাম টিকিয়া।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.