Header Ads

উড়াল পুলে থুথু ফেলবেন না, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কড়া নির্দেশ

 পিয়ালী ঘোষ দে ,গৌহাটি গৌহাটি সুপারমার্কেটে অত্যাধুনিক  উরাল পুল উদ্বোধন করে  মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কড়া নির্দেশ দেন,বলেন   থুথু ফেলে  নোংরা করবেন না। 127 কোটি টাকার এই প্রকল্প  মহানগরের   গুরুত্ত বাড়িয়ে দিয়েছে।  যেখানে সেখানে থুথু ফেলার অপরাধে  পুলিশ  ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.