বাংলা সিরিয়ালে কূটকচালি ,হিংসা চলবে না
নয়া ঠাহর,কলকাতা বাংলা সিরিয়ালে এবার থেকে কুট কচালি ,হিংসা বন্ধের নির্দেশ দেওয়া হইছে। বাংলা সিরিয়াল সুস্থ সমাজ জীবন নষ্ট হচ্ছে।পারিবারিক শান্তি র ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে। অধিকাংশ সিরিয়ালে লাগামছাড়া হিংসা, চক্রান্ত,খুন খারাপি কে অবলম্বন করে শান্তি প্রিয় পরিবারে অশান্তি ছড়ানো হচ্ছে।এবার তা বন্ধ হবে।টি আর পি বাড়াতে হিংসা ছড়ানো হচ্ছিল।
কোন মন্তব্য নেই