Header Ads

, প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখ্যাপাধ্যায়

নয়া ঠাহর ,কলকাতা পশ্চিমবঙ্গের  পঞ্চ যেত মন্ত্রী সুব্রত মুখ্যপাধ্যায় আজ রাত 9 টা 22 মিনিটে কলকাতা এস কে কে এম হাসপাতালে  একাধিকবার হার্ট এ্যাটাক    হওয়ার ফলে মারা  যান।তিনি   বার্থ রুম যেতে গিয়ে পড়ে যান ।মন্ত্রী ফিরহাদ হাকিম একথা জানান।স্বাস্থের অবনতি  হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির পুজো ছেড়ে হাসপাতালে ছুটে যান। পশ্চিমবঙ্গের প্রাক্তন কংগ্রেস নেতা  বর্তমানে তৃণমূল কংগ্রেস দলের শক্তিশালী  মন্ত্রী  নেতা মুখ্যাপাধ্যয় বর্ণময় চরিত্র , মুখ্যমন্ত্রী মমতার খুব কাছের ছিলেন।তাই মুখ্যমন্ত্রী বলেন এত আলোর মাঝে বিরাট অন্ধকার ঘনিয়ে এল।আগামী কাল অন্ত্যেষ্টক্রিয়ায় সম্পন্ন হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.