মহারাষ্ট্র আহমেদ নগর হাসপাতালে 11 করোনা রুগী অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে
নয়া ঠাহর,কলকাতা এর আগেও ঘটেছিল।করোনা রুগীদের প্রতি সরকারের অবহেলা চলছে।আবার মহারাষ্ট্র এ আহমেদ নগর। হাসপাতালে আই সি ইউ বেড চিকিৎসারত 11 করোনা রুগী আজ অগ্নিদগ্ধ হওয়ার পর মারা যান। সরকার বলেছে নতুন করে নির্মিত হাসপাতালে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
কোন মন্তব্য নেই