Header Ads

শিলচরে দেশ বন্ধু চিত্তরঞ্জন দাশের 151 তম জন্মবার্ষিকী স্মরণ


 সংবাদদাতা ,নয়া ঠাহর 
আজ ৫ ই নভেম্বর ২০২১, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এক অগ্রণী ব্যক্তিত্ব দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১৫১ তম জন্মবার্ষিকী । এই উপলক্ষে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্মৃতি রক্ষা কমিটি , শিলচর পৌরসভা ও লায়ন্স ক্লাবের শিলচর শাখার উদ্যোগে নেতাজী সুভাষ এভিনিউ ও চিত্তরঞ্জন এভিনিউ এর সংযোগস্থলে স্থাপিত দেশবন্ধুর মর্মর মূর্তির পাদদেশে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় । সকাল ৮-৩০ মিনিটে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মৃতিরক্ষা কমিটির সাধারণ সম্পাদক তথা মূর্ত্তি প্রতিষ্ঠা কমিটির সাধারণ সম্পাদক সাধন পুরকায়স্থ । প্রাসঙ্গিক বক্তব্যে স্বাধীনতা সংগ্রামে দেশবন্ধুর নানা অবদানের কথা তুলে ধরেন । তিনি স্কুলে, কলেজে, শিক্ষাক্ষেত্রে  দেশবন্ধুর আদর্শ ও ত্যাগের দিকটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবী রাখেন, যাতে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশভক্তি জেগে ওঠে । দেশের বর্তমান পরিস্থিতিতে ভারতীয় জাতি গঠনের ক্ষেত্রে ইহা প্রয়োজন হয় দেখা দিয়েছে । কমিটির সহ সভাপতি প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক শ্যামল কান্তি দেব তার বক্তব্যে দেশবন্ধুর জীবনের নানাদিক তুলে ধরেন। বিশেষ করে দেশবন্ধু বেঙ্গল প্যাক্ট করে সম্প্রদায়গত বিভেদ দূর করার চেষ্টা করেছিলেন। অনুষ্ঠানে শিলচরের সাংসদ রাজদীপ রায়ের প্রতিনিধি পুলক দাশ রাজদীপ রায়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ সুব্রত নাথ,বীরেশ ব্যানার্জি প্রমুখ। সুব্রত বাবু বলেন- দেশবন্ধু আরো বেশকিছু দিন বেঁচে থাকলে তাঁকেই জাতির জনক হিসেবে বরণ করে নিত দেশবাসী। এছাড়াও অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে যারা উপস্থিত  ছিলেন, তাদের মধ্যে শ্রীমতি মঞ্জুলা সেন, আজমল হোসেন চৌধুরী, নবদ্বীপ দাশ , শংকর চক্রবর্তী, কানু সূত্রধর, বাহারুল ইসলাম ,নীহার পুরকায়স্থ, শিলচর পৌরসভার সৌরভ দেব প্রমূখ । সন্ধ্যায় চিত্তরঞ্জন রোটারীতে আলোক সয্যা ও প্রদীপ প্রজ্বলন করা হয় ।

       

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.