Header Ads

প্রদীপের আলোয় উদ্ভাসিত ওম বাবার আশ্রম।

 


দেবযানী পাটি কর ,৫নভেম্বর।শিশির  ঝরা হেমন্তের ঘনঘোর অমাবস্যা তিথিতে সেজে উঠেছে ওম বাবার আশ্রম।দীপাবলির আলোকে উদ্ভাসিত হয়ে উঠে চারিদিক।ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ্য স্বামী পূর্নব্রতানন্দ


মহারাজের অধ্যক্ষ্যতায় আশ্রমের সদস্যরা প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উৎসব পালন করে।মঙ্গল শিখায় আলোকিত হয়ে উঠে সম্পূর্ন আশ্রম।



মাতৃ আরাধনার আরেক রূপ হচ্ছে শ্যামা পূজা।দীপাবলি হচ্ছে এই পূজার অন্যতম আকর্ষণ।অন্ধকার বিনাশের প্রত্যাশায় সনাতন  ধর্মাবলম্বীরা এই দিন ঘরে ও মন্দিরে প্রদীপ প্রজ্বলন করেন।হিন্দু বিশ্বাসে এই প্রদীপের আলো যতদূর পর্যন্ত যায় ,ততদূর পর্যন্ত কোনো অশুভ শক্তি আসতে পারে না।


বাংলায় দীপাবলি ও হিন্দিতে দিওয়ালি যায় সংস্কৃত অর্থ প্রদীপের সারি।যে প্রদীপের আলোয় দূর হয়       সকলঅশুভ শক্তি।,ঘটে শুভ শাক্তির আবির্ভাব।তাই এটা প্রদীপ জ্বালানোর সেই উৎসব।                                                                                                                           


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.