বিশিষ্ট সমাজসেবী তথা চার্টার্ড একাউন্টেন্ট পান্নালাল বক্সীর প্রয়াণ
পূর্ণিমা চৌহান, শিলচর: বরাক উপত্যকায় সর্বজন পরিচিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পান্নালাল বক্সী আর নেই। প্রয়াত পান্নালাল বক্সী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আজীবন একনিষ্ঠ কর্মী ছিলেন। বিবেকানন্দ স্মারক সেন্ট্রাল কমিটির সদস্য ছিলেন। মাত্র বিশ বছর কলকাতায় সংঘের নগর প্রচারকের দায়িত্ব পালন করেছেন। সংঘের দক্ষিণ আসাম প্রান্তের একজন বলিষ্ঠ কার্য্যকর্তা ছিলেন। তিনি বিবেকানন্দ কেন্দ্রেরও বিভিন্ন দায়িত্ব নিষ্ঠা সহকারে পালন করেছেন। বিবেকানন্দ কেন্দ্র রক মেমোরিয়াল-এর নির্মাণের সময়ও তিনি বিশেষভাবে কাজ করেছেন। প্রয়াত পান্নালাল বক্সি শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন চার্টার্ড একাউন্টেন্ট এবং টাউন ক্লাবের বর্তমান সি.এ. ছিলেন। জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে তার পরিবারের সম্পর্ক নিবিড় ছিল। রেখে গেছেন স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ভাই বোন সহ অনেক আত্মীয়-স্বজন।
দিল্লীস্থ আন্তর্জাতিক সাংবাদিক রত্নজ্যোতি দত্ত বিশিষ্ট সমাজসেবীর প্রয়াণে শ্রদ্ধা জানিয়ে গভীর শোক প্রকাশ করে বলেন, "হারালাম আমার পিতৃদেবর ভাতৃপ্রতিম সহযোগী একজন নামি সমাজসেবীকে।"
গত মঙ্গলবার ভোররাত ৩.৪০ মিনিটে কলকাতার সল্টলেক নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কোন মন্তব্য নেই