Header Ads

যুব কংগ্রেস ত্যাগী পূজন বিশ্বাস নতুন দল গড়ছেন

,আগরতলা,৬ অক্টোবর : নতুন দল গড়ছেন পদত্যাগী যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাসরা। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে তাদের নতুন দলের নাম ঘোষনা করবেন পূজন বিশ্বাসরা। প্রসঙ্গত, পূজনের বাবা  বরিষ্ঠ আইনজীবী পীযুষ বিশ্বাসকে ভারপ্রাপ্ত প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার খবর পেয়েই যুব কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেন পূজন বিশ্বাস। মঙ্গলবার সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রীর কাছে কংগ্রেস দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফাপত্র পাঠান পীষুষ বাবুও।দক্ষিণের জোলাইবাড়ির পরিচিত কংগ্রেস পরিবারের ছেলে পীষুষ বিশ্বাস, জোলাইবাড়ি দ্বাদশ স্কুলে পড়ার সময়েতেই যুক্ত হন কংগ্রেসের ছাত্র  রাজনীতিতে। জোলাইবাড়ি স্কুল থেকে পড়াশোনা শেষ করে এমবিবি কলেজে পড়ার সময়ে ছাত্র সংসদের সহ - সভাপতি হন এনএসইউআই প্রার্থী হিসাবে। পরে কলকাতায় আইন নিয়ে পড়াশোনা করতে গেলে হাডিঞ্জ হোস্টেলে থাকার সুবাদে প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সীর অত্যন্ত ঘনিষ্ঠ হয়েছিলেন। কলকাতা থেকে ফিরেই এনএসইউআই রাজ্য সভাপতির দায়িত্ব পান। ১৯৭৭ সালের বিধানসভা ভোটে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে কংগ্রেস দলের প্রার্থীও হন তিনি।পরিবারের দায়িত্ব কাঁধে এসে পড়ায় আইনি পেশায় ঘোরতর ভাবে জড়িয়ে পড়ায় রাজনীতিতে সক্রিয়ভাবে থাকতে না পারলেও কংগ্রেস ছেড়ে কোনদিন যাননি। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর মহারাজা প্রদ্যুৎ কিশোর দেবরর্মনকে প্রদেশ কংগ্রেস সভাপতি করে দলকে চাঙা করতে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন পীষুষ বিশ্বাস। পরে প্রদ্যুৎ কিশোর কংগ্রেস ছেড়ে যাওয়ার পর ভারপ্রাপ্ত কংগ্রেস সভাপতির দায়িত্ব পান পীষুষ বিশ্বাস। প্রদেশ কংগ্রেস কমিটির অন্য সদস্যদের অসহযোগিতার দরুন সভাপতির দায়িত্ব থেকেও পদত্যাগ করতে চেয়েছিলেন তিনি। সেসময় সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের অনুরোধে নিজের পদত্যাগ পত্র প্রত্যাহার করে নেওয়ার কিছুদিন পর তাকে না জানিয়ে এআইসিসি নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির নাম ও পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করে দেওয়ায় ভীষনভাবে অসম্মান বোধ করেন পীষুষ। শেষমেষ কংগ্রেস দলের প্রাথমিক সদস্যপদ ছেড়ে নতুন দল গড়ছেন পীষুষ, পূজনরা। বৃহস্পতিবার নতুন দল গঠনের সভায় থাকবেন পীষুষ বাবুও।  তাদের দলের সঙ্গে  প্রদ্যুৎ কিশোরের তিপ্রামথা দলের আতাঁত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলেও খবর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.