মহালয়ার সকালে ইচ্ছেপুরণের প্রভাতফেরি
নয়া ঠাহর,গুয়াহাটি ঃ পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা ,আজ মহালয়ার পূণলগ্নে এক শোভাযাত্রার আয়োজন করে লাচিতনগর ইচ্ছেপুরণ সংস্থা. মহালয়ার পাশাপাশি ছোটো ছোটো ছেলেমেয়েরা দেবীদূগা ,লক্ষী, সরস্বতী, কাতিক, গণেশ, কাতিক, অসুর সেজে সকলের মনরঞ্জন করে,সংস্থার সদসরা লাল সাদা শাড়ি পরে ঢাকের তালে তালে নাচতে দেখা যায়, সংস্থার সদস পম্পা দেব সকলকে শারদীয়া শুভেচ্ছা জানান. সবার পূজো ভালো কাটুক, পৃথিবী করোণা মুক্ত হোক.
কোন মন্তব্য নেই