Header Ads

সুবল ভৌমিক কে নেতা করে তৃণমূলের ত্রিপুরা কমিটি গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়,ঘোষণা সুস্মিতা দেবের

আগরতলা, ৬ অক্টোবর : তৃনমূল কংগ্রেসের ত্রিপুরা রাজ্য স্টিয়ারিং কমিটি  ঘোষণা করলেন মমতা বন্দোপ্যাধায়। স্টিয়ারিং  কমিটির মাথায় বসানো হয়েছে সুবল ভৌমিককে।ত্রিপুরায় সন্ত্রাস মোহন হিসাবে পরিচিতি পাওয়া প্রয়াত সন্তোষ মোহন দেবের কংগ্রেস ছেড়ে আসা মেয়ে সুস্মিতা দেবকে কমিটিতে রাখা হয়েছে দ্বিতীয় নম্বরে। প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাসের পরে চার নম্বরে রাখা হয়েছে প্রদেশ তৃনমুল কংগ্রেসের স্বঘোষিত সভাপতি আশীষ লাল সিংহকে।কৃষ্ণধন নাথ, দেবব্রত দেবরায়,আবদুল বাসিত খান, ত্রিদীপ দত্ত, সম্পা দাস,কল্পমোহন ত্রিপুরা, মামুন খান, নীলকান্ত সিংহ, শর্মিষ্ঠা দেব সরকার, রবি চৌধুরী,শিবানী সেনগুপ্ত, ইদ্রিস আলি, অঞ্জন চক্রবর্তী,অনিতা দাস ও মলিন জমাতিয়া স্হান পেয়েছেন মমতার ত্রিপুরার কমিটিতে। কমিটিতে আছেন এমন কয়েকজনকে নিজের এলাকার লোকেরাই চেনেন না বলে কটাক্ষ করছেন তৃণমূল কর্মীরাই৷ কমিটি দেখে স্বভাবতই অসন্তুষ্ট আশিস শিবির। বুধবার মহালয়ার দিনে ঘোষণা করা হয়েছে ত্রিপুরা তৃনমুল যুব কমিটিও। সম্প্রতি কংগ্রেস ছেড়ে আসা খয়েরপুরের বাপ্টু চক্রবর্তীকে দেওয়া হয়েছে রাজ্য যুব কনভেনর ' র দয়িত্ব। ১১ জনের কমিটির অন্যরা রাজনীতিতে এতটা পরিচিতি নন৷ এদিকে  প্রদেশ তৃণমূল কংগ্রেসের আহবায়ক মনোনীত হওয়ায় বেজায়  খুশি সুবল ভৌমিক । বুধবার দলের ক্যাম্প অফিসে সাংবাদিকদের  মুখোমুখি হয়ে সুবল ভৌমিক বলেন, দলের দেওয়া  যথাযথ ভাবে পালন করবেন তিনি । এদিন  সুবল ভৌমিক আরও বলেন, তৃণমূলে সকলের জন্য রাস্তা খোলা রয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন নেতা নেত্রী বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দিয়েছেন। আগামী দিনে আরোও আসবেন। অনেকেই যোগাযোগ রক্ষা করে চলেছেন বলেও দাবি সুবল বাবুর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.