সোমস্ কমিউনিকেশনের সহযোগিতার হাত শিলচর পুলিশকে পুজোর মরশুমে
সানি রায়, শিলচর : পুজো উপলক্ষ্যে প্রতিবারের মতো সদরের ট্রাফিক ইনচার্জ নিরুপম নাথের হাতে রেডিয়াম যুক্ত ব্যারিকেড ও নো এণ্ট্রি বোর্ড তুলে দেয় দুটি বাণিজ্যিক সংস্থা। ডালমিয়া ৩০টি ও ইঞ্জিন ২০ টি রেডিয়াম ব্যরিকেড সহ নো এণ্ট্রি বোর্ড ২৫ টি সোমস্ কমিউনিকেশনের মাধ্যমে সদর পুলিশের হাতে তুলে দেন সোমসে্র পক্ষে থেকে শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, ডালমিয়ার অমিতাভ পাল, মিঠুন দাশগুপ্ত, ইঞ্জিনের ন্যাশন্যাল সেলস ম্যানেজার সঞ্জয় আগরওয়াল, বিনীত গুলছা, গৌতম দাস । এ উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেন নবাগত ট্রাফিক ইনচার্জ নিরুপম নাথ। সোমস্ কমিউনিকেশনের কর্ণধার শুভ্রাংশু শেখর ভট্টাচার্য বলেন পূজো মরশুমে শহরের ট্রাফিক সমস্যা নিরসনে তাদের এ উদ্যোগের ফলে বিরাট সফলতা মিলবে পুলিশ প্রশাসন আর লাভবান হবেন সাধারণ জনগণকে। তাঁরা এহেন উদ্যোগ প্রতিবারই নেন বলে জানান। সদর পুলিশ তাদের উল্লেখযোগ্য পদক্ষেপের্ জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া বাণিজ্যিক সংস্থাগুলোর প্রতি।
কোন মন্তব্য নেই