Header Ads

কাশ্মীরি হিন্দু ও শিখ হত্যার বিরুদ্ধে পুরো জেলায় বিশ্ব হিন্দু পরিষদের ও বজরং দলের বিক্ষোভ প্রদর্শন


 সুব্রত দাস,বদরপুর: সমগ্র ভারতবর্ষে চলছে বিশ্ব হিন্দু পরিষদ,বজরং দলের কাশ্মীরি হিন্দু ও শিখ হত্যার বিরুদ্ধে চলে ধর্না কার্যসূচী। তার সঙ্গে সংগতি রেখে করিমগঞ্জ জেলায় শনিবার বিশ্ব হিন্দু পরিষদসহ,বজরং দল কর্মকুঞ্জ নগরেও প্রতিবাদ করেন। অন্যদিকে উত্তর করিমগঞ্জ বিশ্ব হিন্দু পরিষদ বজরংদল প্রখণ্ডেও চলে ধর্না কার্যসূচী। ব্রহ্মানশাসন জিপির শিববাড়ীর সম্মুখে বালিয়া করিমগঞ্জে রোড়ের পাশে বসে। এতে প্রতিবাদী বক্তব্য রাখেন,উত্তর করিমগঞ্জ বিশ্ব হিন্দু পরিষদ প্রখণ্ডের সভাপতি দীপক চক্রবর্তী,উত্তর করিমগঞ্জ প্রখণ্ডের কার্যকরী সভাপতি শঙ্কু চন্ধ,উত্তর করিমগঞ্জ বিশ্ব হিন্দু পরিষদ প্রখণ্ডের সম্পাদক অভিষেক চক্রবর্তী। প্রত্যেক বক্তাই কাশ্মীরি হিন্দুদের উপর অমানবিক হত্যার বিরুদ্ধে সোচ্চার হন,এই ঘটনার জন্য সরাসরি পাকিস্তানের মদদ আছে বলে তারা মনে করেন। প্রত্যেক বক্তাই,তার জন্য প্রতিবাদী কার্যসূচী শেষে পাকিস্তানের পতাকা জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। এছাড়াও এদিন প্রতিবাদী বক্তব্যে রাখেন লালবাহাদুর তাপা, রিপামনি নাথ,নবরাজ ধর,নিটু দাস, রাজ দাস, প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.