Header Ads

মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে রাজ্যের 200 র বেশি দুর্গা প্রতিমা ভার চুয়ালি সূচনা করলেন

নয়া ঠাহর ,কলকাতা  করোনা  সংক্রমণ এখনও শেষ হইনি। পঞ্চমীর দিন থেকেই   হাজার হাজার মানুষ মণ্ডপে  মন্ডপে  অত্যাধিক ভীর।অধিকাংশের মাস্ক নেই।দু গজ কি   দুরি সে তো আকাশের চাঁদ। কেউ মানছে না।এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মহালয়ার দিন কলকাতা  চেতলা অগ্রণী সংঘ র প্রতিমার চোখ এঁকে ছিলেন।সেই দিন থেকে  দুর্গা প্রতিমা মণ্ডপ   উদ্বধন করেন।গতকাল 200 বেশি প্রতিমা ভার্চুয়ালি উদ্ব ধন করেছেন।কলকাতা নিউ মার্কেট জন সমুদ্রের চেহারা নিয়েছে। মেট্রো  বাস গাদাগাদি ভিড়।  করোনা  নিয়ম নীতির বালাই নেই।  অতিমারকে ও  পরোয়া  করে না কলকাতার  শিক্ষিত মানুষ। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.