পশ্চিমবঙ্গে কিলিং রাজ চলছে ,এই অভিযোগ দিলিপ ঘোষের
কলকাতা বিজেপি দলের নেতা ,প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ টুইট করে অভিযোগ করেছেন নির্বাচন পরবর্তী সময়ে ৫১ জন খুন ,৫৪ জন ধর্ষনের বলি হইছে।৯৩৪জনকে হত্যার হুমকি দেওয়া হয়ে ছে।১৫০০০ বিজেপি কর্মীকে নানা হুমকি দেখিয়ে দল ছাড়তে বাধ্য করা হইছে। বিজেপি দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ টুইট বার্তায় আরো অভিযোগ করেছেন গত ৬বছরে ৩০হাজার মিথ্যা মামলা দায়ের করা হইছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব অভিযোগ উরিয়ে দিয়েছেন। উত্তরপ্রদেশের ঘটনায় কৃষক হত্যার তীব্র নিন্দা করেছেন। সুপ্রিম কোর্ট লখিম্ পুরের ঘটনায় হস্তক্ষেপ করেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ঘটনাস্থল পরিদর্শনে যান।এই ঘটনায় একজন সাংবাদিক সহ ৮জন মন্ত্রীর ক নভয় এ পিষ্ঠ হোয়ে মারা গেছে বলে অভিযোগ।
কোন মন্তব্য নেই